বিশ্বনাথে ‘বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা’ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

বিশ্বনাথে ‘বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা’ কার্যক্রমের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি : সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) আড়াইটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, দেশের সরকারি হাসপাতালে সরকার নির্ধারিত ফি দিয়ে রোগীরা এখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে ‘বৈকালিক চেম্বার’ সেবা পাবেন। প্রাথমিকভাবে দেশের জেলা ও উপজেলার ৫১টি সরকারি হাসপাতালে ওই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সেবা কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাবে।
মানুষ যাতে সহযেই নিজের কাঙ্খিত চিকিৎসা সেবা পান, সেলক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার পাইলট প্রকল্প হিসেবে ওই সেবার কার্যক্রম শুরু করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলওয়ার হোসেন সুমন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তপজিত ভট্টাচার্য্য, জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) রাজীব বৈষ্ণব, আরএমও ডা. মুজতবা ইবনে আহবাব, সহকারী সার্জন ডা. আলী আশরাফ, ডা. গোলাম মর্তুজা খান, ডা. মামুন মিয়া, মেডিকেল অফিসার ডা. সীমান্ত কর্মকার, প্রধান সহকারী আলী আহমদ, অফিস সহকারী মুহিবুর রহমান, নার্সিং সুপার ভাইজার আব্দুশ শাকুর, সিনিয়র নার্স আমেনা খাতুন, তহমিয়া আক্তার, স্বাস্থ্য সহকারী দিবাংশু লাল গুন, খছরু মিয়া, যিশু চন্দ্র দাশ, মেডিকেল টেকনোলজিস হিরন মিয়া, ফার্মাসিষ্ট হেলাল মিয়া, ল্যাব আমিনুল ইসলাম সোহাগ, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..