সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
মোঃ মিঠু মিয়া, ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনুই নদী নামক জলমহাল থেকে ড্রজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলণ করে বিক্রির অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রকাশ্যে অবৈধ এ কাজটি করছেন ওই জলমহালের ইজারাদার মো.শাহজাহান মিয়া।
শনিবার দুপুরে এ বিষয়ে ইজারাদার শাহজাহান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউএনও স্যারের অনুমতি নিয়েই ড্রজার দিয়ে নদী থেকে বালু উত্তোলণ করা হচ্ছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বালু উত্তোলণের অনুমিত দেওয়া না দেওয়ার বিষয়টি এই তিনি এই মুহূর্তে নিশ্চিত করতে পারচ্ছেনা। তবে তা তিনি অফিসে গিয়ে কাগজপাত্র দেখে নিশ্চিত করবেন বলে জানান।
জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই নদী নামক জলমাহাল থেকে গত প্রায় এক মাস ধরে অবৈধভাবে ড্রাজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে আশপাশের গ্রামের লোকজনের কাছে লক্ষ লক্ষ টাকার অবৈধভাবে বালু বিক্রি করছেন ওই জলমাহালের ইজারাদার মো. শাহজাহান মিয়া।
অপরিকল্পিত ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলণ করার ফলে একদিকে যেমন নদী তীরবর্তী বাড়িঘর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নদী ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। অন্যদিকে, এ উপজেলার নামিদামী ওই সরকারি জলমহালটিরও ব্যাপক ক্ষতি সাধিত হবে বলে সচেতন মহলের ধারনা করছেন।
ওই জলমাহালের তীরবর্তী সুনুই, বেখইজুড়া ও কুষ্টিবাড়ি গ্রামের নাম না করার শর্তে একাধিক বাসিন্দারা জানান, ইজারাদার মো. শাহজাহান মিয়া ব্যক্তিগত প্রভাব খাটিয়ে অবৈধ যে কাজটা করে যাচ্ছেন তাতে আমাদের গ্রামবাসী চরম নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছি। তবে আমরা এ থেকে প্রতিকার পাওয়ার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমি ইউএনও’র সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd