সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শীর্ষ মাদক চোরাকারবারী সৈয়দ আলীকে (৪৭) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
দেশজুড়ে পরিচিত এই মাদক কারবারী ২১টি মামলার আসামি। গোপন সূত্রে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সৈয়দ আলী হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতারের বিষয়টি জানান।
ডিবি হবিগঞ্জের ওসি সফিকুল ইসলাম জানান, সৈয়দ বাংলাদেশ-ভারত সীমান্তের শীর্ষ মাদক কারবারী। তার নামে ২১টি মাদক মামলা রয়েছে।
সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে অভিযান পরিচালনা করে ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল ও ৮ বোতল এসকাপসহ তাকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর মঙ্গলবার সৈয়দ আলীকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd