বিশ্বনাথে আল-ইখওয়ান ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী পেল ৬৬০ পরিবার

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩

বিশ্বনাথে আল-ইখওয়ান ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী পেল ৬৬০ পরিবার

বিশ্বনাথ প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে পৌরসভার ৮নং ওয়ার্ডের ৬৬০টি অসহায়-গরীব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে ‘আল-ইখওয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে পৌর শহরের জানাইয়া (উত্তর পাড়া) গ্রামের হাজী মরহুম ইন্তাজ আলীর বাড়িতে ট্রাস্টের ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ। অনুষ্ঠানে ৬ শতাধিক পরিবারকে জনপ্রতি ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি ছোলা এবং ৬০টি পরিবারকে ৫০ কেজির ১ বস্তা চাল, ২ কেজি ছোলা, ২ লিটার তেল, ২ কেজি ডাল, আধা কেজি খাজুর প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার, গ্রামের মুরব্বী আব্দুল মজিদ, আলকাছ আলী, মখলিছ আলী, কালা মিয়া, ফয়জুল আলী, ইউনুছ আলী, জমির আলী, সমুজ আলী, শফিকুর রহমান, ইছবর আলী, সংগঠক আব্দুর রব, রফিক আলী, নাজিম উদ্দিন, লাল মিয়া, আফছর আলী, বাহার মিয়া, জুবায়ের আহমদ, কামরান আহমদ, মাহফুজ আলী, ইসমাঈল আলী, আখলুছ আলী, সাদিক মিয়া, ফেরদৌস আলী, মছব্বির আলী, মাহীম আহমদ, গয়াছ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..