নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জেলা প্রশাসকের

ক্রাইম সিলেট ডেস্ক : ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আমরা এ দেশ পেয়েছি। তাঁর জীবন ও কর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনের প্রশংসা করেন। শিক্ষার্থীদের কারিগরী ও আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উপকমিটির সদস্য সচিব প্রত্যুষ তালুকদারের উপস্থাপনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমজার সভপতি মাহবুবুর রহমান রিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক শাহ মুজিবুর রহমান জকন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের চারুশিল্পী সমন্বয় পরিষদের সদস্য সচিব চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো, সিলেট আর্টস কলেজের উপাধ্যক্ষ ইসমাইল গনি হিমন। তারা উভয়ই ইমজার চিত্রাংকন প্রতিযোগীতার মুখ্য বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া বক্তব্য রাখেন, ইমজা’র প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, চিত্রঙ্কন প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক শাহ মুজিবুর রহমান জকন এবং ইমজা’র সাধারণ সম্পাদক গোলজার আহমেদ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিচারক ও স্বেচ্ছাসেবকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ইমজার সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী।

সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান রিপন আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামীতে প্রতিযোগিতার কলেবর বৃদ্ধির প্রচেষ্টার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..