সিলেট সদরের তিন ইউনিয়নে নৌবার ভরাডুবি : স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

সিলেট সদরের তিন ইউনিয়নে নৌবার ভরাডুবি : স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ই মার্চ) এই তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচন অনুষ্টিত হয়। এতে তিনটি ইউনিয়নেই হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী চা শ্রমিক নেতা রাজু গোয়ালাকের হারিয়ে আনারস প্রতীকের প্রার্থী মো. সফিকুর রহমান বিজয়ী হয়েছেন।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়াই করে চা শ্রমিক নেতা রাজু গোয়ালা পেয়েছেন ৪৩১০টি ভোট। আনারস প্রতীকে মো. সফিকুর রহমান ৭১৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর চশমা প্রতীকের প্রার্থী রফিক আহমদ পেয়েছেন ৮২৬টি ভোট।

এছাড়া খাদিমনগর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দিলোয়ার হোসেন। তিনি গতবারেরও চেয়ারম্যান। দিলোয়ারের কাছে নৌকা প্রতীকের প্রার্থী ইকলাল আহমেদ পরাজিত হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- খাদিমনগর ইউনিয়নের ১৩টি ভোট কেন্দ্রে মো. দিলোয়ার হোসেন পেয়েছেন মোট ১২ হাজার ৩৫০টি ভোট। আর নৌকার প্রার্থী ইকলাল আহমদ পেয়েছেন ১১ হাজার ৫৬০টি ভোট।

আর খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম আজাদ। তার কাছে নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম পরাজিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..