সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরীকে দেখতে রাজধানীর ঢাকা ইউনাইটেড হসপিটালে ছুটে যান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় ইউনাইটেড হসপিটালে মন্ত্রী উপস্থিত হয়ে অসুস্থ মেয়র আরিফের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। জানা যায়, গত রবিবার রাতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। রাতেই নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় । সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার হার্টের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়।
আরিফুল হক চৌধুরী ডায়াবেটিস, হাইপ্রেশার এবং গ্যাস্ট্রিকে ভুগছেন। এসময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অসুস্থতার সংবাদ পেয়ে আমি ইউনাইটেড হসপিটালে যাই। মেয়রের শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক আছে। তর দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
এদিকে মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনায় নগরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী শ্যামা হক চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট সিটি করপোরেশনের মেয়রের সহধর্মিণী শ্যামা হক চৌধুরী প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd