বার বার হ্যাকারদের কবলে সাংবাদিক ফারুক আহমদের ফেসবুক আইডি

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩

বার বার হ্যাকারদের কবলে সাংবাদিক ফারুক আহমদের ফেসবুক আইডি

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বজুড়েই বেড়েছে সাইবার অপরাধ। সাইবার হামলা ও হ্যাকিংয়ের কবলে পড়ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, চেইন হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের সরকারি ওয়েবসাইট। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের মূল্যবান তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রায়ই। সাইবার অপরাধীদের তথ্য হাতিয়ে নেওয়ার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশকে। শুধু তাই নয়, হ্যাকিং থেকে বাদ যাচ্ছেন না সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীও। ভোরের কাগজ পত্রিকার সিলেটের ব্যুরো চিফ ও দৈনিক জৈন্তা বার্তার সদ্য সাবেক সম্পাদক ফারুক আহমদের ফেসবুক আইডি বিগত একমাসে কয়েক দফা হ্যাকারদের কবলে পড়ে ডিজেবল হয়ে গেছে।
তবে হ্যাকারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সেলিব্রেটিরা। কেননা কয়েক দিন পরপরই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের আক্রমণের শিকার হতে দেখা যাচ্ছে।
অনেকটা নিয়মিত বিরোতিতেই সেলিব্রেটিদের ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রামের মতো সোস্যাল সাইট ও ই-মেইল হ্যাকের ঘটনা ঘটছে। তারকাদের ব্যক্তিগত ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
সাংবাদিক ফারুক আহমদ জানান, ২০০৭ সাল থেকে তিনি নিরবিচ্ছিন্ন ভাবে ফেসবুক ব্যবহার করে আসছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তার সাবেক কর্মস্থল সিলেটের স্থানীয় দৈনিক জৈন্তা বার্তার ফেসবুক পেইজ হ্যাকারদের কবলে পড়ে। এসময় একটি ভারতীয় প্রতিষ্ঠান তাকে ব্লাকমেইলের চেষ্টা করে। দৈনিক জৈন্তা বার্তার সামাজিক যোগাযোগ সাইট হ্যাক করে পেইজের সেটিংস পরিবর্তন করে হ্যাকাররা নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে তার ব্যক্তিগত আইডিও হ্যাকারদের কবলে পড়ে। ফারুক আহমদের ব্যাক্তিগত ও অফিসিয়াল মেইলও কয়েক দফা হ্যাকারদের কবলে পড়ে বলে তিনি জানিয়েছেন । পরবর্তীতে মেইল চালাচালির পর ফেসবুক কর্তৃপক্ষ তার ফেসবুক আইডি ফেরত না দিলেও ডিজেবল করে দিয়েছে। আইডি হ্যাক হয়ে যাওয়ার পর তিনি বাধ্য হয়ে সোস্যাল মিডিয়ায় নতুন আইডি খুলে সক্রিয় হতে না হতেই আবারও দুই দফা হ্যাকারদের কবলে পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের সাইবার সেল বিভাগে অভিযোগও করা হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে হতাশা ব্যক্ত করে তিনি প্রশ্ন ছুঁড়েছেন হ্যাকাররা তার মতো সাধারণ ব্যাক্তির পিছু কেন নিয়েছে? তবে হ্যাকাররা দেশের বাহিরে থেকে ফারুক আহমদের আইডি হ্যাক করছে এটা অন্তত নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে কেউ বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন । তিনি বর্তমানে https://www.facebook.com/faruqueahmed.faruque.520?mibextid=ZbWKwL আইডির মাধ্যমে আবারও সোস্যাল মিডিয়ায় সক্রিয় হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতীতের মতো সকল মহলের ভালোবাসা ও সহযোগিতায় আবারও সোস্যাল মিডিয়ায় সক্রিয় হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..