উন্নয়নের নামে জনগণের পকেট কাটছে সরকার : মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

উন্নয়নের নামে জনগণের পকেট কাটছে সরকার : মির্জা ফখরুল

ক্রাইম সিলেট ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের নামে দেশের মানুষের পকেট কাটছে। সরকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এমনভাবে ধ্বংস করেছে, যেটাকে টেনে অত্যন্ত তোলা কঠিন। তিনি বলেন, শুধুমাত্র নিজেদের স্বার্থে, দুর্নীতির স্বার্থে, চুরি করার স্বার্থে আওয়ামীলীগ সরকার বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে।

সিলেট মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সম্মেলন শুরু হয়।

৭ বছর পর মহানগরীর ২৭ টি ওয়ার্ডের দলীয় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে সিলেট মহানগর বিএনপির সম্মেলন। সকালে এই সম্মেলনের উদ্ধোধন করতে সিলেট আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এরপর শুরু হয় প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এম এ জাহিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

প্রথম অধিবেশনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার পর মঞ্চে উঠেন প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে, বেআইনিভাবে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর আগে তাকে কারান্তরীণ করে রাখা হয়েছিল চার বছর।’

ফখরুল বলেন, ‘এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সারা বাংলাদেশে ভয়াবহ রকমের নির্যাতন-নিপীড়নের সময় চলছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..