বিশ্বনাথে বিদ্যালয়ে প্রবাসীর ১০টি ফ্যান প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসীর ১০টি সিলিং ফ্যান প্রদান করেছেন।

(৯ মার্চ) বৃহস্পতিবার দুপুরে শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হোসাইন আলী মাছুম বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এ ফ্যানগুলো তুলে দেন। এ উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি কয়েছ আহদেও সভাপতিত্বে ও পারভেজ হক মোহনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রবাসী হোসাইন আলী মাছুম, শাহজির গাঁও সমাজ কল্যান সংস্থার সাবেক সভাপতি এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন আক্তার তান্নি, সহকারী শিক্ষক ছালেহা বেগম, জোবায়দা বেগম, ফয়ছল আহমদ চুপদার, ফারহানা বেগম। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রবাসীকে ক্রেষ্ট প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।