বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতা গ্রান্ড ফাইনাল শুক্রবার

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতা গ্রান্ড ফাইনাল শুক্রবার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ‘শিক্ষা ও মেধা’র মানোন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া উপজেলা ও পৌর এলাকার মাধ্যমিক বিদ্যালয়গুলোকে অনুষ্ঠিত ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩’র গ্রান্ড ফাইনাল শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

গ্রান্ড ফাইনালের বিষয় থাকবে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’। ফাইনালে উত্তীর্ণ হওয়া দু’দলের মধ্যে বিষয়টির পক্ষে- একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে- আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় বিতর্কে অংশ নেবে।

‘সার্চিং মেরিটস’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’ কর্তৃপক্ষ বুধবার (৮ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ এমএ মজনু ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগীতার ফাইনালের দিনক্ষণ ঘোষণা করে।

এসময় কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিকদের জানান প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল ঝাঁকজমকভাবে আয়োজনের পাশাপাশি রয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানমালা। ফাইনাল প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন ও বক্তব্য রাখবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভ‚ইয়া।

সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন বিষয় তুলে বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্টের সভাপতি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

এসময় বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্টের প্রবর্তক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুসগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মজনু, কিউরিয়াস ফর ট্যালেন্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, সহ সভাপতি প্রিন্সিপাল মনি কাঞ্চন চৌধুরী, সদস্য আনহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন এম এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমদ, সংগঠক আবিদুল হক রুমেল প্রমুখ নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..