হাড় ভাঙ্গার অপারেশন করাতে গিয়ে কিডনি খোয়ানোর অভিযোগ

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

হাড় ভাঙ্গার অপারেশন করাতে গিয়ে কিডনি খোয়ানোর অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কনুইয়ের হাড় ভাঙার অপারেশন করতে গিয়ে কিডনি খোয়ানোর অভিযোগ করেছেন এক রোগি। গত বুধবার এমন অভিযোগে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ভূক্তভোগি খছরু মিয়া।

আদালতের বিচারক আবদুল মোমেন আবেদনটি আমলে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী কানাইঘাট উপজেলার ফতেহগঞ্জ গ্রামের খছরু মিয়া।

মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ১৭ নভেম্বর হাতের কনুইয়ের ভাঙ্গা হাড়ের অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের পর তিনি বুঝতে পারেন তার বাম হাতের পাশাপাশি বাম কিডনির কাছে অপারেশন করা হয়েছে। বিষয়টি নিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলাপ করতে গেলে তারা দূর্ব্যবহার করেন। বাড়ি ফেরার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়লে গত ১৫ জানুয়ারি তিনি আল্ট্রাসনোগ্রাফ করে নিশ্চিত হোন তার বাম কিডনি অপারেশন করে অপসারন করা হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে খছরু মিয়া আদালতে মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে ওসমানী হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, এরকম কোনো অভিযোগ তার জানা নেই; মামলার বিষয়টিও তিনি জানেন না। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, আদালত থেকে এখনো কোনো নির্দেশনা পান নি, নির্দেশনা পেলে ব্যবস্থা নেবো।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..