বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বিতরণ করা হয় বিশ্বনাথ-কানাইঘাট-কোম্পানীগঞ্জ-ছাতকসহ অর্থ বিতরন করা হয়।
উপজের খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিল থেকে এ নগদ অর্থ বিতরণ করেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, এর সার্বিক তত্বাবধানে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ উলামা উপদেষ্টা ও জগন্নাথপুর চরা দাখিল মাদরাসার সুপার মাওলানা ছালেহ আহমদ, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সিলেট জেলার দায়িত্বশীল মাওলানা হাসান আহমদ, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য এম. আবিদুর রহমান।
চিকিৎসা, শিক্ষা ও বিবাহের জন্য হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের ইউকে।
এ উপলক্ষে আর- রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম মাওলানা নূরুর রহমান সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানিয়ে বলেন, মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আমাদের জন্য অপরিহার্য। প্রতিটি মানুষের নিজস্ব স্বার্থে এটি প্রয়োজন।
আল্লাহতায়ালার কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর কোনো অপকার বা উপকার বা সৃষ্টি জগতের কোনো পরিবর্তন হবে-এমনটা নয়। বরং আল্লাহতায়ালা বলেছেন-যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন’। (সূরা ইব্রাহিম : ৭)।
আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা অকৃতজ্ঞ মানুষকে একেবারেই পছন্দ করেন না। মানুষের মধ্যে এমন অনেকে আছেন, যারা পারস্পরিক কৃতজ্ঞতা আদায় করেন না। রাসূল (সা.) বলেন, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। একজন মানুষ যত বেশি কৃতজ্ঞতা আদায় করবে, তার ভেতর তত বেশি উন্নত মানবীয় গুণ ধারণ করতে পারবে।
আল্লাহতায়ালা কৃতজ্ঞ বান্দাদের নেয়ামত যেমন বাড়িয়ে দেন, তেমনি কৃতজ্ঞ মানুষকে দুনিয়ার মানুষজনও বেশি পছন্দ ও ভালোবাসেন। কিন্তু এর বিপরীতে অকৃতজ্ঞ যারা। অকৃতজ্ঞদের দুনিয়ার মানুষ স্বার্থপর হিসাবে চিহ্নিত করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..