সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মো. ইলিয়াস শরীফ বিপিএম (বার), পিপিএম। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অদ্য রোববার দুপুরে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিশনার মো. নিশারুল আরিফ। এর আগে সকালে বিমানযোগে সিলেটে এসে পৌঁছেন মো. ইলিয়াস শরীফ।
ওসমানী বিমানবন্দরে নতুন কমিশনার মো. ইলিয়াস শরীফকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিরিক্ত কমিশানার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) বদুল ওয়াহাব, উপ-কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. জাহেদ পারভেজ চৌধুরী এবং সহ-অতিরিক্ত উপ-কমিশনার , সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি)।
………………………..
Design and developed by best-bd