পুষ্পশ্রদ্ধায় ভাষা শহিদদের স্বরণ করলেন ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

পুষ্পশ্রদ্ধায় ভাষা শহিদদের স্বরণ করলেন ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক :: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা ওসমানী মেডিকেল কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম, হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছাম্মৎ রিনা বেগম, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, উপদেষ্টা মো. গোলাম রাব্বানী ও মো. জসিম উদ্দিন, বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, নার্সিং কর্মকর্তা ভ্রান্তি বালা দেবী, মো. আমিনুল ইসলাম, আছমা আক্তার খানম, সুমন চন্দ্র দাস, আব্দুল খালিক, মো. কিবরিয়া খোকন, মো. আবদুর রহমান, সিক্তা রানী দে, বিপাশা দেবনাথ, মোছা. কনক লতা, সমীর চন্দ্র দাস, এম এন এ চৌধুরী, সাজ্জাদ শামীম, সুমন চন্দ্র চন্দ, মুন্নী দেব, সরলতা টুুডু, এনায়েত আল আমিন, আওলাদ হোসেন মাছুম, তৈয়বুর রহমান, হালিম, রাহুল এবং শাহাদাত প্রমুখ।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার খাতুন, বিএনএ’র সভাপতি মাসুদ আহমদ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন- ওসমানী হাসপাতালের ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী, পিএটু পরিচালক মো. রুহুল আমিন, ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল জব্বারসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..