সিলেট ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ১লা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক: এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। রোববার স্থানীয় সময় ৭টা ৫৫ মিনিটে দেশটির দুকম অঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে সুলতান কাবোস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আরব নিউজ।
স্থানীয় পুলিশ জানায়, ভূমিকম্পের বিষয়ে জানাতে সকাল থেকে ফোন আসতে শুরু করে পুলিশের কাছে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে রাজধানী মাসকটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের সতর্কতা লেভেল প্রায় শূন্য ছিল। তবে অবকাঠামোর ওপর নির্ভর করে ভবনের ওপর ভূমিকম্পের প্রভাব ভিন্ন হবে।
প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকিবিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ড জানায়, ওমানে মাঝারি আকারের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এ ছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ।
………………………..
Design and developed by best-bd