সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩
বড়লেখা প্রতিনিধিঃ বিয়ানীবাজার-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে জিল্লুর রহমান (৩০) নামের এক যুবক মৃত্যুবরন করেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিক্সার মহিলা যাত্রী, ট্রাক ও সিএনজি চালক। দুর্ঘটনাটি সোমবার (৩০) জানুয়ারি এই আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম সেতুর সামনে ঘটে।
নিহত জিল্লুর রহমান বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, সোমবার আনুমানিক সোয়া ১১ টার দিকে চান্দগ্রাম ব্রিজের মোড়ে বিয়ানীবাজারগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা বড়লেখাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে সেতু থেকে নিচে পড়ে ধুমড়ে মুচড়ে যায়, ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জিল্লুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় যাত্রীবাহি সিএনজিতে থাকা সুড়িকান্দি গ্রামের আনোয়ার আলীর স্ত্রী রহিমা বেগম (৩৮) ও ট্রাকচালক বড়লেখা উপজেলার মাইজগ্রামের মানিক উদ্দিনের পুত্র পায়েল আহমদ গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপর আহত সিএনজি চালকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। আহতদের মধ্যে জ্ঞান ফেরার পর থেকে ট্রাকচালক ও পালিয়ে গেছেন। দুই চালককে আটকের চেষ্টা চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd