মহাসড়কে জন্ম হওয়া নবজাতকের ঠাঁই হলো সিলেটে

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

মহাসড়কে জন্ম হওয়া নবজাতকের ঠাঁই হলো সিলেটে

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর (২৫) জন্ম দেওয়া নবজাতকের ঠাঁই হলো সিলেট সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে।

 

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ওই নবজাতককে সিলেটের ছোটমনি নিবাসে পাঠিয়েছে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

 

গত রোববার (২২ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর প্রসববেদনা ওঠে। তখন আশপাশে অবস্থান করছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান, আসিফ ইকবালসহ কয়েকজন চিকিৎসক। তাঁরা সেখানে গিয়ে মহাসড়কে কাপড় টানিয়ে ওই তরুণীর ছেলে সন্তান প্রসব করান।

 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক আল মামুন মঙ্গলবার গণমাধ্যমে বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ও নবজাতককে গতকাল হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়।

 

আদালত শিশুটিকে ছোটমনি নিবাসে নেওয়ার আদেশ দেন। সেই অনুয়ায়ী রাত ১২টায় পুলিশের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় সরকারি ছোটমনি নিবাসে পাঠানো হয়। ওই তরুণী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিশুটিও সুস্থ আছে।

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক গণমাধ্যমে জানান- পরিচয় শনাক্ত করা যায়নি মেয়েটির।

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..