সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক :: দক্ষিন সুরমা ,লালাবাজার ,বাঘরখলা খালপার গ্রামের রায়হান মিয়ার বাড়িতে আওয়ামীলীগ সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ হামলায় ,বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ০১-০১-২০২৩ তারিখে রবিবার বিকেলে ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রায়হান এর বসতঘরে দেশীয় অস্ত্র ধারা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় ১৯ জনের নাম উল্লেখ করে ও ২০/২৫ জন অজ্ঞাত নামা করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শাহাদাত হোসেন। এ ঘটনা পরপরই জড়িত ৪জন কে আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলেন তেতলীর ইউনিয়রে রানা(১৯),রবিকুল(১৮),ইমন(১৮),তুহিন(১৮)। রবিবার বিকালে শাহাবুদ্দিন,মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী রামদা,কিরিচ, কাতন সাবল,কুচ,লোহার রড,লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে । এসময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, টিনের চাল,ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসত ঘরে প্রবেশ করে তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণ মূল্য অনুমান তিন লাখ পঁচাশি হাজার টাকা লুট নিয়া যায়। এবং দেশীয় অস্ত্র দিয়ে বসতঘরের সকল আসবাপত্র কুপিয়ে তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে। শওকত হাসান বলেন, শাহাবুদ্দিন,মোতালেব সহ ১২-১৩ জনের এর নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন সন্ত্রাসী আমাদের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর নগদ টাকা ও স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় অসুস্থ মা ও বাবাকে কিল, ঘুষি ও লাথি মেরে জখম করে ও এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ শিব্বির ইসলাম জানান, এ ঘটনায় জড়িত ৪জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd