এমপি মোকাব্বির খানের ৩ টি টিউবওয়েল বিক্রি : বঞ্চিত গরীবরা

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

এমপি মোকাব্বির খানের ৩ টি টিউবওয়েল বিক্রি : বঞ্চিত গরীবরা

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের দেওয়া ৩টি সরকারী টিউবওয়েল টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকায় টিউবওয়েলগুলো স্থানীয় এক লন্ডন প্রবাসীর বাড়ি ও প্রবাসীর মালিকানাধীন কলোনীতে স্থাপন করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে আবেদন জানানো হয়েছে। বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা ও স্থানীয় মুফতির গাঁওয়ের জাকির হোসেন মাহমুদ গতকাল বৃহস্পতিবার ( ১৫ ডিসেম্বর) সিলেটের জেলা প্রকাশকের কাছে এ অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মোকাব্বির খানের সৌজন্যে দেওয়া সকরকারি টিউবওয়েলগুলো গরীব ও অসহায় মানুষের মধ্যে বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু এমপি মোকাব্বির খানের এপিএস-এর ‘দালাল’ উপজেলার মুফতির গাওয়ের ফুলকাছ আলী টিউবওয়েলগুলো গরীবদের মধ্যে বরাদ্দ না করিয়ে প্রবাসী ও ধনাঢ্যদের কাছে বিক্রি করে দেয়।
ফুলকাছ আলী ৩লাখ টাকার বিনিময়ে মুফতির গাঁওয়ের যুক্তরাজ্য প্রবাসী আবিদ আলী উরফে আকদ্দুছ আলীর টিএন্ডটি রেডস্থ তিনতলা বাসায় ১টি টিউবওয়েল এবং প্রবাসী আবিদ আলীর মালিকানা কলোনীতে আরেকটি টিউওয়েল স্থাপন করায়। দালাল ফুলকাছ আলী তথ্য জালিয়াতির মাধ্যমে টিউওয়েলগুলো প্রবাসীর বাড়ি ও কলোনীতে বসিয়ে দেয়। গরীবের জন্য বরাদ্দকৃত টিউওয়েলগুলোর একটি ধনাঢ্য মহিলা আমিরুন নেছার নামে বরাদ্দ দেখিয়ে লন্ডন প্রবাসী আবিদ আলীর টিএন্ডটি রোডস্থ তিনতলা বাসায় স্থাপন করা হয়। অপর একটি টিউবওয়েল ভাড়াটিয়া মনোয়ারা বেগমের নামে বরাদ্দ দেখিয়ে প্রবাসী আবিদ আলীর মাকিানা কলোনীতে বসানো হয়। অন্য একটি টিউবওয়েল ধনাঢ্য ফুলকাছ আলী তার নিজ বাড়িতে বসিয়ে দেয়। ফুলকাছ আলীর স্ত্রী সরকারি চাকজিীবী এবং প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।
এভাবে তথ্য জালিয়াতির মাধ্যমে সরকারী টিউবওয়েলগুরো প্রবাসী, চাকিরিজীবী ও ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে স্থাপনের ফলে এলাকার প্রকৃত গরীবদেরকে স্থাস্থ্যসম্মত পানীয় জল থেকে বঞ্চিত করা হয়েছে। এতে করে বর্তমান সরকারের ভাবর্মর্তি ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং দুদকসহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংুিশ্লষ্ট শাখা লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..