সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার লালমাই উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ‘বড়লোক’ বানানোর প্রলোভন দেখিয়ে কথিত ‘জিনের বাদশাহ’ চক্রের সদস্যরা ৩০ ভরি সোনা হাতিয়ে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তবে অধরা রয়েছেন চক্রটির মূলহোতা। এ ছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি হাতিয়ে নেওয়া স্বর্ণালংকার।
এরই মধ্যে এসব সোনা বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
আজ সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। এর আগে রবিবার দিবাগত রাতে গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মো. পারভেজ হোসেন, মো. আফজল হোসেন ও আরিফ মিয়া। রবিবার রাতে রামনাথপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির এসআই জাহাঙ্গীর আলম বলেন, জিনের বাদশাহ সেজে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লালমাই থানায় একটি মামলা দায়ের করেন এক প্রবাসীর স্ত্রী আয়েশা আক্তার। ওই মামলায় তিনি উল্লেখ করেন, জিনের বাদশাহ সেজে বড়লোক হওয়ার স্বপ্নে দেখিয়ে তার নিজের এবং স্বজনদের থেকে আনা ৩০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে চক্রটি। আয়েশা নিজে সেই স্বর্ণালংকার তুলে দেন জিনের বাদশাহর প্রেরিত এক প্রতিনিধির কাছে। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর থানায় এসে মামলা করেন।
তিনি আরো বলেন, মামলাটি চলতি সপ্তাহে জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান স্যারের নির্দেশে ডিবি পুলিশের কাছে প্রেরণ করা হয়। মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে গাইবান্ধায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন নিজেদের জিনের বাদশাহ চক্রের সদস্য বলে স্বীকার করেছেন জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘তবে এই কাজের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত। তারা আরো ভয়ংকর প্রতারক। তারা প্রতারণা করে যে স্বর্ণালংকারগুলো নিয়েছে, সেগুলো চক্রের মূলহোতাসহ অন্য সদস্যদের হাতে তুলে দিয়েছে। মূলহোতা এরই মধ্যে স্বর্ণালংকারগুলো বিক্রি করে দিয়েছে। ’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd