গোয়াইনঘাটের রুস্তুমপুর কলেজে অনিয়ম-দুনীতির নানা অভিযোগ

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

গোয়াইনঘাটের রুস্তুমপুর কলেজে অনিয়ম-দুনীতির নানা অভিযোগ

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট জামাল উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রুস্তুমপুর ইউনিয়ন বাসীর পক্ষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বরাবরে স্মারক লিপি দেওয়া হয়েছে। এ,আর ছালাম মাস্টার এ স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো’র (ব্যানবেইস) পরিচালক, সিলেটের জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট-এর চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন তিনি।
স্মারক লিপিতে অভিযোগ করা হয়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের সর্বোচ্চ বিদ্যাপীঠ রুস্তুমপুর কলেজ। রুস্তুমপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এ কলেজ প্রতিষ্টার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও অর্থায়নে ২০১১ সালের ১১ নভেম্বর কলেজটি প্রতিষ্টিত হয়।
প্রতিষ্টালগ্ন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন কামরুল আহমদ শেরগুল। গভর্নিং বডির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন এডভোকেট জামাল উদ্দিন।
স্মারক লিপিতে অভিযোগ করা হয়েছে এলাকাবাসী, কলেজের দাতা সদস্য ও কলেজের শিক্ষার্থীদের অভিভাবকেরা গভর্নিং বডির সভাপতি পদে নির্বাচন দেয়ার জন্য প্রতিবছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট অনুরোধ করার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিনের যোগসাজশে গোপনে গভর্নিং বডি তৈরি করা হচ্ছে। রুস্তুমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি মিলে কলেজ প্রতিষ্টালগ্ন থেকে অধ্যাবধি পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নানা অনিয়ম ও দূর্নীতি করে চলেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল ও গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমেপুকুর চুরি করে চলেছেন।
সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি এমপিও ভুক্তির পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির নানা অনিয়ম ও দূর্নীতি সচেতন এলাকাবাসী কলেজের দাতা সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকদের চোখে পড়ে।
গত ১৫/২০ দিন থেকে কলেজে আকস্মিকভাবে নতুন নতুন শিক্ষক ও কর্মচারীদের আনাগোনা শিক্ষার্থীদের অভিভাবক, দাতা সদস্য ও সচেতন এলাকাবাসীর নজরে পড়ে। নতুন নতুন শিক্ষক ও কর্মচারীদের আনাগোনা সম্পর্কে এলাকাবাসী জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি এদেরকে নিয়োগ প্রাপ্ত বলে জানান। বিনা বিজ্ঞপ্তিতে টাকার বিনিময়ে সম্পূর্ণ অবৈধভাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে ্টরোকাবাসী অভিযোগ করেছেন।
অভিযোগে আরো প্রকাশ,কলেজটিতে হিসাব রক্ষক পদে গভর্নিং বডির সভাপতির আপন ভাগ্মা বদর উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের আপন ভাগ্নী ফাহমিদা আক্তার ইভাকে অফিস সহকারী এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের চাচাতো বোন রুহিন আক্তার ও মামাতো ভাই সাইদুর রহমানকে অফিস সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, কলেজের নামে বিভিন্ন সময় সরকারি রয়েলিটি হতে প্রাপ্ত অনুদানের টাকার হিসাব এলাকাবাসী জানতে চাইলে উনারা প্রকাশ করতে রাজি হননি। শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা ফি ও অন্যান্য বাবদ আদায়কৃত টাকার হিসাব এলাকাবাসী জানতে চাইলে তাও জানানো হয়নি। কামরুল আহমদ শেরগুল সিলেটের জৈন্তাপুর উপজেলার তৈয়ব আলী ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত থাকার পরও কিভাবে রুস্তুমপুর কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা নিচ্ছেন। ২০১১ সালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে রুস্তুমপুর কলেজটি প্রতিষ্ঠিত হয়। সে সময় কামরুল আহমদ শেরগুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি শুরু করে চলেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ২০২২ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি এমপিও ভুক্তি লাভ করায় পর শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজের গভর্নিং বডির সভাপতি মিলে অনিয়মতান্ত্রিকভাবে প্রচুর অর্থের বিনিময়ে তৃতীয় শিক্ষক নিয়োগ দেন ।
এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে কলেজের এক শিক্ষক সাংবাদিকদের বলেন, কলেজে নতুন নতুন শিক্ষক ও কর্মচারীদের নিয়োগে মোটা অঙ্কের টাকা সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘুষ নেন। তাদের দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..