সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাটের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী আদনান আহমদ জিবানকে কারগারে প্রেরণ করা হয়েছে। আজ ররিবার (১১ ডিসেম্বর) সিলেট মহানগর দায়রা জজ আদালত আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
জানাযায়, সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৪ নং সাতবাঁক ইউ/পির দাবাধরনীর মাটির গ্রামের মৃত মখলিছুর রাহমানে ছেলে আদনান আহমদ জিবান, তালাকপ্রাপ্ত বোনের জামাই প্রবাসী সোহেল আহমদ ও তাহার বড়ভাই সেলিম আহমদ রনিকে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে দিন দুপুরে কানাইঘাটের বাজেরের উত্তর পাশে ইসলামি ব্যাংকের সম্মুখে দেশীয় অস্র দ্বারা হামলা চালায়।
এই হামলার মামলার এজহার ভুক্ত ১ ও ২ নং বিবাদী বোনের জামাই সুহেল আহমদকে গুরুতর রক্তাক্ত জখম করে এবং সোহেল আহমদের বড় ভাই সেলিম আহমদ রনিকে আহত করে।
এ ঘঠনায় প্রবাসী সোহেল আহমদের বড় ভাই সেলিম আহমদ রনি বাদী হয়ে কানাইঘাট থানায় ৬ জনকে আসামী করে গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার মামলা দায়ের করেন।
মামলায় আসামী হলেন,আদনান আহমদ জিবান (২৫),জাকারিয়া (৩০),রিয়াজ উদ্দীন (২৬),ফখর উদ্দিন (৩৫),কয়ছর উদ্দন (৩০),কাদির আহমদ (২৫)।
এদিকে দায়েরকৃত এ মামলার চার আসামী আদালত কর্তৃক জামিন পেয়েছেন। তবে মামলার প্রধান আসামি আজ আদালতে আত্মসমর্থন করিলে আদালত কর্তৃক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মামলায় ২নং আসামি পলাতক রয়েছে।
মামলার বাদী আদালত কর্তৃক মামালার প্রধান আসামীকে কারাগারে প্রেরণ করায় আদলতে উপর সন্তুষ্ট প্রকাশ করেন। পাশাপাশি তিনি জানান ২নং আসামী পলাতক থাকায় জানমালের অনিরাপত্তায় ভুগছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd