সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
বিনোদন প্রতিবেদক: “আমরা খুব করে চেয়েছিলাম কলকাতায় ছবিটি মুক্তি দিতে। কিন্তু দুই দেশের মধ্যকার যে চুক্তি বা নিয়ম, সেটা জটিল। বিভিন্ন দেশে সহজে মুক্তি দিতে পারলেও কলকাতায় পারিনি। বাংলা ভাষাভাষীর বড় অংশ তো কলকাতা, আমি মনে করি এই ছবির বড় সংখ্যক দর্শক ওখানে রয়েছে। ‘হাওয়া’ ওখানে মুক্তি দিতে পারলে বাংলাদেশের মতোই সাড়া পেতো।”
কিছুদিন আগেই বাংলা ট্রিবিউনের কাছে আক্ষেপের সুরে কথাগুলো বলেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তার ছবি ‘হাওয়া’ কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সময় ব্যাপক উন্মাদনা তৈরি করেছিলো। দীর্ঘ এক কিলোমিটার লাইন ধরে ছবিটি দেখেছিলো কলকাতার মানুষ। এমন উচ্ছ্বাস দেখে স্বাভাবিকভাবেই ‘হাওয়া’ টিমের মনে কিছুটা আক্ষেপ জায়গা করে নেয়। কারণ বাণিজ্যিকভাবে যদি ছবিটা সেখানে মুক্তি দেওয়া যেতো, তাহলে দৃশ্যপট হতো আরও বিস্ময়কর।
অবশেষে সেই আক্ষেপ ঘুচলো ‘হাওয়া’ টিমের। ভারতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তাও শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতেই মুক্তি পাবে বাংলাদেশ কাঁপানো এই ছবি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সুমন নিজেই।
তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিনে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘হাওয়া’। এরপর ৩০ ডিসেম্বর পুরো ভারতজুড়ে মুক্তি পাবে এটি। ভারতে ছবিটি পরিবেশনা করছে প্রভাবশালী প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেলো, দেশটির সেন্সর বোর্ড থেকে ইতোমধ্যে ‘হাওয়া’ ছাড়পত্র পেয়ে গেছে। সুতরাং মুক্তিতে আর কোনও বাধা নেই। সপ্তাহ খানেক পরই বইবে দমকা ‘হাওয়া’।
উল্লেখ্য, বহুল আলোচিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান, বাবলু বোস প্রমুখ।
আসন্ন ৯৫তম অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে ‘হাওয়া’।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd