প্রবাসী পরিবারকে এমপির দুইটি টিউবওয়েল বরাদ্ধ : বিশ্বনাথে তোলপাড়

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

প্রবাসী পরিবারকে এমপির দুইটি টিউবওয়েল বরাদ্ধ : বিশ্বনাথে তোলপাড়

ক্রাইম প্রতিবেদক :: অসহায়, গরীব অসচ্ছল পরিবারকে সরকারি বরাদ্ধ টিউবওয়েল (গভীর নলকুপ) বরাদ্ধ দেওয়ার কথা থাকলেও বিশ্বনাথে ঘটছে এর উল্টোটা। বিশ্বনাথের এক যুক্তরাজ্য প্রবাসী পরিবারকে এক সঙ্গে দুটি ডিপ টিউবওয়েল উপহার হিসেবে দিয়েছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। এনিয়ে গত কয়েক দিন ধরে সচেতন মহলে চলছে আলোচনা-সমালোচনা।

টিউবওয়েল দুটি (গভীর নলকুপ) পৌরশহরের পুরানবাজারস্থ টিএনটি রোডের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আবিদ আলী উরফে আকদ্দুছ আলীকে উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান। ওই দুটি টিউবওয়েল উৎকুচের বিনিময়ে স্থাপন করা হয়েছে এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, যুক্তরাজ‌্য প্রবাসী আবিদ আলী উরফে আকদ্দুছ আলীর চাচী মনোয়ার খানমের নামে বরাদ্দকৃত একটি টিউবওয়েল আবিদ আলী গংদের বাসায় এবং তার নিকঠাত্বীয় এক মহিলার নামে একই এলাকার আবিদ আলীর কলোনিতে আরেকটি টিউওয়েল স্থাপন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসায় স্থাপনকৃত টিউবওয়েলের পানি ব্যবহার করছেন আবিদ আলীর ৩য় স্ত্রী স্বপ্না বেগম ও ভাড়াটিয়ে পরিবারের লোকজন। যদিও মনোয়ারা বেগমের নামে টিউবওয়েলটি বরাদ্দ করা হয়েছে। কিন্ত টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে আবিদ আলী গংদের বাসায়। আর আবিদ আলীর মালিকানাধিন কলোনিতে স্থাপনকৃত আরেকটি টিউবওয়েলের কাজ চলমান রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে আবিদ আলীর ভাগিনা জাকির হোসেন জানান, স্থানীয় এক দালালের মাধ্যমে লক্ষাধিক টাকার বিনিময়ে দুটি টিউবওয়েল স্থাপন করেন আবিদ আলী। এ ব্যাপারে আবিদ আলীর ৩য় স্ত্রী স্বপ্না বেগম কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে খতিয়ে দেখব। তিনি বলেন, আমি কোন প্রবাসী পরিবারকে টিউবওয়েল দেইনি। আমার কাছে ১০/১২ জন গরীব মানুষ আসলে আমি টিউবওয়েল বরাদ্ধ দেই।
এখানে প্রবাসী আবিদ আলী নামের কোন প্রবাসীকে টিউবওয়েল দেইনি। একজন মহিলা ও ১০/১২জন কলোনীর অসহায় মানুষকে টিউবওয়েল বরাদ্ধ দিয়েছি। এখানে টাকা হাতিয়ে নেয়ার কোন সুযোগ নেই। তারপরেও কেউ টাকা নিয়ে থাকলে লিখিত অভিযোগ দিলে আমি আইনীভাবে ব্যবস্থা নেব।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..