গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত এক দশক ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেই উন্নয়ন হয়েছে।

বুধবার বিকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়েএকথা বলেন তিনি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তিনি আহ্বান জানান।

এক দিনের সফরে এদিন কক্সবাজারে গিয়ে প্রধানমন্ত্রী ইনানী সমুদ্র সৈকতে ২৮ দেশের নৌবাহিনীর অংশগ্রহণে নৌ মহড়া উদ্বোধন করেন। পরে যোগ দেন জনসভায়।

শেখ হাসিনা বলেন, “আপনারা ২০১৮ তে ভোট দিয়েছেন নৌকা মার্কায়। আমরা তাই এই কক্সবাজারের উন্নয়ন করেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি।

“২০০৯ সাল থেকে এই ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি আছে বলেই এদেশে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।”

এক বছর পর অনুষ্ঠেয় নির্বাচনেও নৌকায় ভোট দিতে কক্সবাজারবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, “আগামী নির্বাচন ২০২৩ এর পরই ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে হবে। সেই নির্বাচনেও আমি আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।”

নৌকার আদলে গড়া মঞ্চে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা সমবেতদের উদ্দেশে প্রশ্ন করেন- “আপনারা কি নৌকায় ভোট দেবেন?” জনসভায় উপস্থিত মানুষ হাত তুলে তার কথায় সায় দেয়।

তখন শেখ হাসিনা আবার বলেন, “আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা?” উপস্থিত জনতা হাত তুলে তার কথায় সায় দিলে তিনি বলেন, “আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..