সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথের মোটরসাইকেল চুরি হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার মাগুরাস্থ তার ভগ্নীপতির বাসা থেকে তার ব্যবহৃত ডিসকোভার ১২৫ সিসির (মৌলভীবাজার-হ ১৩-২৪১২) নাম্বারের ওই মোটরসাইকেলটি চুরি হয়।
সঞ্জয় দেবনাথ জানান, সোমবার বিকেলে তিনি পৌর এলাকার মাগুরা আবাসিক এলাকায় তার ভগ্নীপতি বীরেন্দ্র দেবনাথের বাসায় বেড়াতে যান। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে শহরে আসতে চাইলে তার মোটরসাইকেল আর খোঁজে পাওয়া যায়নি। দ্রুত তিনি কুলাউড়া থানার ওসিকে বিষয়টি জানালে ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠান।
কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মোটরসাইকেল উদ্ধারসহ চোর শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd