সিলেটের শিবের বাজারে মুদি দোকানে হামলা ভাংচুর, আহত ১

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

সিলেটের শিবের বাজারে মুদি দোকানে হামলা ভাংচুর, আহত ১

স্টাফ রিপোর্টার : সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজারে একটি মুদি দোকানে হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বশস্ত্র কয়েকজন সন্ত্রাসী এ হামলা চালায় বলে জানা গেছে। দোকানের স্বত্ত্বাধিকারী মিম্বর আলী শিবেরবাজার এলাকার বাছাইরপার গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অদ্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বশস্ত্র কয়েকজন সন্ত্রাসী শিবের বাজারে মিম্বর আলীর মালিকানাধীন মুদি দোকানে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা মিম্বর আলীকে মারধর করে এবং দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন মিম্বর আলী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, মিম্বর আলীর ছেলে জয়নাল আবেদীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামীয় আইডি থেকে সরকার বিরোধী পোস্ট ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জয়নাল আবেদীন গত ১৩ ও ২৬ নভেম্বর তার নামীয় আইডি থেকে সরকারের সমালোচনা করে লেখা পোস্ট করেন। এতে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আর এরই জের ধরে আওয়ামীলীগের নেতাকর্মীরা দোকানে হামলা চালায়। তবে জয়নাল আবেদীনকে পাওয়া যায়নি। হামলাকারীরা জয়নাল আবেদীনের পিতা মিম্বর আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বেধড়ক মারধর করে। দোকানে ব্যাপক ভাংচুর চালায়। যাবার সময় ধামকি দিয়ে যায়- ‘জয়নাল আবেদীনকে তাদের হাতে তুলে না দিলে দোকানে আগুন লাগিয়ে দিবে। জয়নাল আবেদীনকে যেখানে পাবে হত্যা করবে।’
এ বিষয়ে দোকানের স্বত্ত্বাধিকারী মিম্বর আলী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন ক্যাডার তার দোকানে অতর্কিতভাবে স্বশস্ত্র হামলা চালায়। এসময় তারা তাকে বেধড়ক মারধর করে এবং দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি দাবী করেন। এ ক্ষতি পুষিয়ে উঠা তার পক্ষে সম্ভব নয়। ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। পুলিশ তাকে কোন ধরনের সহযোগিতা করছে না বলে তিনি অভিযোগ করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিবেরবাজারে একটি দোকানে ভাংচুরের খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..