সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে ১৯ নভেম্বর আলিয়া মাদরাসা ময়দানের গণসমাবেশকে জনসমূদ্রে পরিনত করতে হবে।
এক্ষেত্রে গোয়াইনঘাট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। গণতন্ত্রকামী জনতাকে সাথে নিয়ে গণসমাবেশে যোগ দিতে হবে।
তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমূখ। এছাড়া সভায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd