বিভাগীয় গণসমাবেশ সফল করতে দশঘর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

বিভাগীয় গণসমাবেশ সফল করতে দশঘর ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভা
বিশ্বনাথ প্রতিনিধি : আগামী ১৯ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের আলী আকবর জাহিদের বাড়ির আঙ্গিনায় প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি নূর উদ্দিন, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল হান্নান বাবুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদস্য শিপন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুয়েব আহমদ।
দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি তখদ্দুস আলীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা তজম্মুল আলী ও স্বেচ্ছাসেবক দল নেতা মাজলু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বিএনপি নেতা কবির আহমদ, আলী আকবর জাহেদ, ইউনিয়ন কৃষক দল নেতা দুলু মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রকিব, যুবদল নেতা আমির আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জহির উদ্দিন।
এসময় প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি তাজ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, সদস্য জসিম উদ্দিন জুনেদ, জাহিদুল সাদিকুর রহমান, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান রাজু প্রমুখ নেতৃবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..