সিলেট ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শাহজালাল উপশহরে মাদকসেবী কিশোরগ্যং-এর হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। গত সোমবার বেলা আড়াইটার দিকে এলাকার পূর্ব তেররতন এলাকায় মালেক মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে। আহত জলি বেগম (৩৩) ওই বাসার ভাড়াটিয়া রিপন আহমদের স্ত্রী। এ ঘটনায় এসএমপির শাহপরাণ (রহ.) থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, সোমবার দুপুরে ওই এলাকার চিহ্নিত মাদকসেবী এলকাছ (২০) গিয়ে কলোনীর প্রত্যেক রুমে ধাক্কা দিয়ে সাইফুল নামক এক মাদক বিক্রেতাকে খোজতে থাকে। একপর্যায়ে জলি বেগমের রুমের সামনে গিয়ে ধাক্কা দিয়ে সাইফুল নাম ধরে ডাকলে জলি তাকে জানান, সাইফুল নামে কোন ব্যক্তি এ কলোনীতে বসবাস করে না। এ কথা শুনার পর আরো প্রতি ক্ষিপ্ত হয়ে এলকাছ স্বজোরে ধাক্কা দিয়ে জলি’র রুমের বেড়া ভেঙ্গে ফেলে এবং তাকে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করিলে এলকাছ কোলে থাকা শিশুসহ জলিকে স্বজোরে ধাক্কা দেয় মাটিতে ফেলার চেষ্টা করে। জলি বেগম এলকাছকে সরে যেতে বললে সে জলি’র চুলে ধরে টানা হেচড়া করে কিলঘুষি মেরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় ঘরের সামনে থাকা একটি শাবল দিয়ে জলি’র বাম পায়ে আঘাত করে গুরুতর জখম করে। জলি বেগমের শোর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে এলকাছ, তার ৩ বোন এবং একলাছের সহযোগী বাবু, শফিক-সহ অজ্ঞাতনামা কয়েকজন গিয়ে জলি বেগমকে গালিগালাজ করে এবং তার স্বমীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
জলি বেগমের অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd