বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ স্থগিত

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ স্থগিত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার বিকালে নির্বাচন কমিশনের আদেশের পরিপ্রেক্ষিতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই নির্বাচন স্থগিত করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  মোহাম্মদ আলমগীর হোসেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২ নভেম্বর বুধবার ওই ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত থাকবে।

প্রসঙ্গত, বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৮নং ওয়ার্ডে জানাইয়া গ্রামের আমির উদ্দিন কাউন্সিলর প্রার্থী হন। গত ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের পর আমিরের মনোনয়নপত্র তার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিনের নামে দাখিল করেন।

প্রবাসী বড় ভাইয়ের নামে মনোনয়নপত্র জমা দেওয়াসহ নানা তথ্য গোপন করলেও তার এ মনোনয়নপত্রটি বৈধ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী ও ইউপি সদস্য ইউনুস আলী সাংবাদিকদের জানান, জানাইয়া গ্রামের রইছ আলীর চার ছেলে। তারা হলেন- জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আমির উদ্দিন ও নাজিম উদ্দিন। এর মধ্যে জামাল ও কামাল যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন।

এরপরও কিভাবে কামালের নামে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো? ভোটাররা কামাল না আমির কাকে ভোট দেবেন। এ নিয়ে নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের প্রতি অভিযোগও তোলেন তিনি।

তিনি বলেন, শুধু নাম পরিবর্তন নয়, শিক্ষাগত যোগ্যতা ও মামলার বিষয়েও তথ্য গোপন করা হয়েছে। কামাল ও আমির দুজনই বিএনপির অঙ্গ সংগঠনের নেতা। কামাল উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সম্প্রতি আমির বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক মনোনীত হন।

দুজনই এসএসসি পাশ ও তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কিন্তু হলফনামায় এসব তথ্য নেই। এরপরও রিটার্নিং কর্মকর্তা কিভাবে তার মনোনয়নপত্র বৈধ করল তা ইসির তদন্ত করে দেখা উচিত বলে দাবি করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..