সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গাড়ি ভাঙচুর ও অস্ত্রমামলায় অভিযুক্ত মো: আকতার হোসেন (২১)নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গতকাল শনিবার (২৯ অক্টোবর) অভিযুক্ত আসামী মো: আকতার হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আজই সিলেট আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ। বিয়ানীবাজার থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৮ অক্টোবর) বিয়ানীবাজার পৌর শহরে অস্ত্র ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন যেখানে মামলায় ১০ জনকে আসামী করা হয় গ্রেফতার হওয়া মো: আকতার হোসেন মামলার ৫নং আসামী এবং সে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক। এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, শনিবার বিয়ানীবাজার পৌর শহরে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মামলা হয় এবং আমরা অভিযুক্ত আসামী মো: আকতার হোসেন-কে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। মামলায় বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তবে আকতার হোসেন-কে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল। গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদ বলেন- ” সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তির দাবিতে পৌর শহরে শান্তিপূর্ণ অবস্থান করে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশে ঝাপিয়ে পড়ে ছাত্রলীগ ও প্রশাসন। এর পর মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয় ১০ ছাত্রদল নেতাকে এবং মো: আকতার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আমরা বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নিন্দা জানাচ্ছি এবং তার মুক্তি দাবি করছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd