সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ এক মানসিক চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন এক নারী।
বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে অন্তঃসত্ত্বা ওই নারী বাদী হয়ে চিকিৎসকের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. রমেন্দ্র কুমার সিংহ রয়েলকে (আর কে এস রয়েল) রোববার রাতে আটক করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডা. রয়েল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং মানসিক চিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধান।
পুলিশ সূত্র জানায়, অভিযোগকারী ওই নারী ২০১৮ সাল থেকে ডা. রয়েলের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
রোববার সন্ধ্যায় নগরীর কাজলশাহস্থ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে ডা. রয়েলের ব্যক্তিগত চেম্বারে আসেন ওই নারী। এ সময় তিনি চিৎকার করে ডাক্তার রয়েলকে বলেন, আমাকে এই মুহূর্তে আপনার বিয়ে করতে হবে। আমার গর্ভে আপনার সন্তান।
নারীর চিৎকার-চেঁচামেচি শুনে উৎসুক জনতা ভিড় করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ভুক্তভোগী ও অভিযুক্ত চিকিৎসককে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসে। রোববার রাতেই ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd