সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা মো. ইব্রাহীম উদ্দিন বেলালের মা-বাবা ও বোন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথমে ছাত্রলীগ ক্যাডাররা বেলালের পিতার দোকানে ভাংচুর ও লুটপাট চালিয়ে তালা মেরে দেয়। পরে বাড়িতে হামলা চালিয়ে বেলালের মা বাবা ও বোনকে আহত করেছে। আশংকাজনক অবস্থায় বেলালের পিতা মো: জালাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শ্রীমঙ্গলের সিন্দুরখান রোডে জালাল ডিপার্টমেন্টাল স্টোরে এবং কটিয়ারকোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানা যায়, ছাত্রদল নেতা মো. ইব্রাহীম উদ্দিন বেলাল দেশে হামলা মামলার শিকার হয়ে প্রাণ বাচাতে স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাজ্যে চলে যান। তিনি সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। গত ৮ অক্টোবর তিনি দেশ ত্যাগ করেন। খবর পেয়ে গতকাল উপজেলা ছাত্রলীগ নেতা বখতিয়ারের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রথমে সিন্দুরখান রোডে মো. ইব্রাহীম উদ্দিন বেলালের পিতার ব্যবসা প্রতিষ্ঠান ‘জালাল ডিপার্টমেন্টাল স্টোরে’ গিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়ে তালা মেরে দেয়। এসময় বেলালের বাবা দোকানে ছিলেন না। পরে বেলা ৩টার দিকে ছাত্রলীগ সন্ত্রাসীরা কটিয়ারকোনা গ্রামে মো. ইব্রাহীম উদ্দিন বেলালের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা বখতিয়ারের নেতৃত্বে অন্তত ১০/১৫ জন কর্মী লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এসময় মো: জালাল উদ্দিন তাদেরকে বাধা দিলে তারা জালাল উদ্দিনকে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে। তাকে বাচাতে স্ত্রী মিনারা আক্তার ও মেয়ে ফাতেমা আক্তার সাবানা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে। তাদের শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে ধামকি দিয়ে বলে- ইব্রাহিম উদ্দিন বেলালের উপর মামলা রয়েছে। সে সরকারবিরোধী বিভিন্ন ধরনের প্রচারনা চালাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে তাদের হাতে তুলে দিতে হবে। নইলে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে।
পরে সন্ত্রাসীরা চলে গেলে প্রতিবেশীরা গুরুতর আহত মো: জালাল উদ্দিন এবং তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। তবে ডাক্তার জানিয়েছেন প্রাথমিকভাবে এক্সরে পরীক্ষায় দেখা গেছে মো: জালাল উদ্দিনের মেরুদন্ড ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট অথবা ঢাকায় পাঠাতে হবে।
এ বিষয়ে মিনারা আক্তার জানান, একদিকে পুলিশের অভিযান অন্যদিকে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় তাদের জীবন বিপন্ন হয়ে উঠেছে। হামলায় অন্তত বাড়ির ৫ লক্ষ টাকার মালামাল নষ্ট এবং লুটপাট হয়েছে। এখন স্বামীর আশংকাজনক অবস্থা নিয়ে তিনি বড়ই চিন্থিত। আপাতত তিনি ইব্রাহিম উদ্দিন বেলালের জীবন নিয়ে ভীষন উদ্বেগের মধ্যে রয়েছেন। বেলাল দেশে থাকতে গত ১৭ সেপ্টেম্বর ছাত্রলীগ সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়েছিল। ভাগ্য ভালো যে, বেলাল বাড়িতে ছিল না। পেলে তাকে ওরা প্রাণে মেরে ফেলতো। বর্তমান পরিস্থিতিতে যদি বেলাল দেশে ফিরে আসে তবে বেলালের কি হবে? সন্ত্রাসীরা যে ওকে প্রাণে মেরে ফেলবে। এমন উৎকন্ঠায় রয়েছেন তিনি।
ঘটনা জানার পরপরই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে বলে মন্তব্য করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর সরদার । তিনি বলেন, ‘উপজেলার কটিয়ারকোনা গ্রামে একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে শ্রীমঙ্গল থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd