সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল জব্বার (৩৮) দুষ্কৃতকারীদের হামলায় আহত হয়েছেন। ঘটনাটি বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার এমএ মুমিত আসুক চত্বরে ঘটেছে।
হামলায় বেলাগাও গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র মোঃ ফুল মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য আব্দুল জব্বারের উপর ৩/৪ জনের একটি দল হামলা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd