সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে। পরিষদের ১০ নং ওয়ার্ড (গোয়াইনঘাট) এর উন্নয়নকে আরোও গতিশীল করতে সদস্য প্রার্থী হয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক সুবাস দাস।
তিনি আগামী ১৭ অক্টোবর হাতি মার্কা নিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদী স্থানীয় ভোটাররা। ১০ নং ওয়ার্ড থেকে নির্বাচনে সদস্য পদে লড়ছেন তিনি।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বরাদ্দকৃত প্রতীকে হাতি মার্কা পেয়েছেন সুবাস দাস। প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থী ও তার সমর্থকরা। সুবাস দাস বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মানিত ভোটার বৃন্দের মূল্যবান রায়ের মধ্য দিয়ে বিজয় হবে।
প্রসঙ্গত, ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
………………………..
Design and developed by best-bd