সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমদ লিমনের উপর ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ উঠেছে। ২০ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলা সদরে ছাত্রদল নেতা লিমনের উপর হামলা চালানোর হয়।
এ হামলায় ছাত্রদল নেতা লিমন গুরুতর আহত হয়েছে। আহত ছাত্রদল নেতা তানভীর আহমদ লিমন গোলাপগঞ্জ উপজেলার সাউথ ভাদেশ্বর এলাকায় ভাদেশ্বর দক্ষিন ভাগ গ্রামের বাসিন্দা মোক্তাদির আলীর ছেলে।
জানা গেছে, ছাত্রদল নেতা লিমন দীর্ঘদিন থেকে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক লেখালেখি করে আসছেন। এরই জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর হামলা করে এবং তাকে প্রাণে হত্যা হুমকি প্রধান করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ‘ফেসবুকে কটুক্তিমূলক লেখালেখি করায় ছাত্রদল নেতা তানভীর আহমদ লিমনের উপর হামলার ছাত্রলীগের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন’।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd