সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৬ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেছেন, খেলা হবে, আসুন রাজপথে খেলি। বিএনপি রাজপথে নামলেই পুলিশ দিয়ে বাধা দেন কেন, প্রশাসনকে ব্যারাকে রেখে মাঠে আসুন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের একটি হোটেলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ মহিলা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, আওয়ামী লীগ বলে বিএনপি মাঠে নেই। বিএনপি মাঠে নামলেই পুলিশ দিয়ে বাধা দেয়। দলের নেতাকর্মীদের হত্যা করে, মামলা দেয়, গুম করে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আফরোজা আব্বাস বলেন, দেশে তেল, গ্যাসসহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আমি মনে করি আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। এ খেলার দিন ফুরিয়ে এসেছে।
সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপি মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জাতীয় কমিটির প্রশিক্ষণ বিষয়কসহ সম্পাদক প্রফেসর ডা. মোরশেদ হাসান খান, জাতীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেনা জেরিন খান প্রমুখ।
………………………..
Design and developed by best-bd