সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক: বাম গণতান্ত্রিক জোট আহুত ২৫ আগস্ট অর্ধদিবস হরতালের সমর্থনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মাসুমা খানম, মনজুর আহমদ, নাজিকুল ইসলাম রানা, সুরুজ আলী, হারুন মিয়া, ইউসুফ আলী, বেলাল আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী প্রবণতায় তখন সরকার অযৌক্তিক ও গনশুনানি ছাড়া বেআইনিভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। তেলের দাম বাড়ানোর সাথে সাথে অস্বাভাবিক ভাবে বাড়ানো হয়েছে পরিবহন ভাড়া। ফলে চাল, ডাল, তেল, ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম, বাসা ভাড়া, গাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসার ব্যয় বৃদ্ধির ফলে মানুষের জীবন আজ দিশোহারা।
সমাবেশে বক্তারা, জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহুত দেশব্যাপী আগমী ২৫ আগস্ট বৃহস্পতিবার অর্ধদিবস (সকাল ৬টা-১২টা) হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd