সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট শহরতলীর বাদামবাগিচায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়েছেন শাহজাহান নামের এক ব্যক্তি। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩/২ নং বাসায় এ ঘটনাটি ঘটে।
সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
স্থানীয় সুত্র মতে, চলতি মাসের ১ তারিখ বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদ (৩০) এর স্ত্রী সুলতানা বেগম ফারজানা ও শাশুড়ি রোকসানা বেগম (৫১) নগরীর বাদাম বাগিচার বকুল মিয়ার বাসা ২৩/২ ভাড়া নেন। ওই বাসায় শাহজাহান ও সুলতানা দম্পতির দুই দুই সন্তান তানহা (৮) ও মাহবুবুল আলম (৬)-কে নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। তবে মাঝেমধ্যে আসতেন স্বামী শাহজাহান আসতেন। তবে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজাহান তার স্ত্রী ফারজানার গলা কেটে শাশুড়ির গলা কেটে ফেলেন। তারপর নিজের গলায় ছুরি চালান তিনি। পরবর্তীতে তাদের সন্তানদের কান্নাকাটির শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাউন্সিলর শামীম জনতাকে সঙ্গে নিয়ে আহত স্ত্রী ও শাশুড়িকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন আর পুলিশ এসে ঘটনাকারীকেও ওসমানীতে প্রেরণ করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কি কারণে এমন ঘটনা সেটা প্রাথমিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনর্চাজ খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন- ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছি। তবে কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা তা অনুসন্ধান করছি।’
ক্রাইম সিলেট/রায়হান
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd