বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সামছুদ্দিন সামছু (৫৫) নামে এক মাদক কারবারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল (সুতারপাড়া) গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে।
আজ শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয় আমতৈল বাজারে বিশ্বনাথ থানার সেকেন্ড অফিসার এসআই রুমেন আহমদের নেতৃত্বে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় সামছুদ্দিনকে ৬ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে, সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ওই দন্ড প্রদানের পাশাপাশি ১০০টাকা জরিমানা (অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড) করেন আদালতের নির্বাহী হাকিম ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।
বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার রুমেন আহমদ বলেন, ‘দন্ডপ্রাপ্ত মাদক বিক্রেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে সবধরণের মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।’