সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২
তাহিরপুর সংবাদদাতা: নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় ঘটনাটি ঘটে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামে। নিহত যুবকের নাম ফয়সল আহমদ সৌরভ। তিনি গ্রামের আজিজুর রহমান ওরফে মকদ্দছের বড় ছেলে।
নিহত সৌরভের ৪ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
মৃত্যুর আগে নিহত সৌরভ নিজ ফেসবুক আইডিতে লিখেন (অপরিবর্তিত), ‘আমি গলায় দড়ি দিলাম। তুেই রফিকের লাগি আমারে লাশ বানাইলেরে বেঈমান। সফিকের কাছ থেকে এক লক্ষ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লাখ টাকা এখনও পায়। এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম।
ভাল থাক আমার পরিবার।মা ফাইজা আমায় ক্ষমা করো। মা, বাবা,ভাই, বোন তোমরা আমায় ক্ষমা করিও। বউ তোমাকে কিচ্ছু বলার নাই। ইতি এক কাপুরুষ ”
ঘটনার সত্যতা স্বীকার করে তাহিরপুর থানার সেকেন্ড অফিসার মোঃ গুলাম হক্কানি বলেন, সুদের টাকা নিয়ে ভীষণ চাপে ছিল নিহত সৌরভ। টাকার চাপজনিত কারণেই হতাশা থেকেই এমন কাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবার থেকে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd