নববধূ সেজে ইয়াবা পাচারের চেষ্টা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২

নববধূ সেজে ইয়াবা পাচারের চেষ্টা

ক্রাইম সিলেট ডেস্ক : নববধূ সেজে ইয়াবা পাচার করার সময় কক্সবাজারের টেকনাফে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৬ জুলাই) বিকেলে পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নূর ইসলাম (৪০), রাজু আহমেদ (৪৮), কল্পনা আক্তার (৩৪) ও মাহমুদা আক্তার রেশমি (২২)। টেকনাফ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি পাচার চক্রের সদস্যরা বউ সেজে ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের পরিবারের সদস্য ও নতুন বউ পরিচয় দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন হোটেলে ইয়াবা সরবরাহ করতেন। কখনো নতুন বউ কখনো পর্যটক হিসেবে পরিচয় দিতেন তারা। আটক রাজু আহমেদ, কল্পনা আক্তার ও মাহমুদা আক্তার রেশমির বাড়ি ঢাকায়। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..