সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অংশ গ্রহনে মঙ্গলবার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
আলোচনা সভা, ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে ও শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূম সাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জমসেদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী।
স্বাগত বক্তব্য রাখেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রাণী দে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রোহান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সামিয়া বেগম ও আল এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌছ আলী।
এসময় উপস্থিত ছিলেন শাহজালাল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন দাস রায়, কাইয়াখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম, জাহানারা বেগম, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না দে, সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত পরকায়স্থ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুকা ভৌমিক, উম্মে রওশন, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী বেগম, জয়া রাণী, তামান্না বেগম, সুমিত ধর, চান্দশিরকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিখা রাণী পাল, ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়রা বেগম, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, দাতা সদস্য কছির আলী প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd