সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ ওয়ার্ডের মেম্বার আব্দুল মুকিতকে ইউপি সদস্য পদ থেকে বরখাস্তের দাবি জনানো হয়েছে। গত ২৫ মে সিলেটের জেলা প্রশাসক ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেওয়া পৃথক আবেদনে এ দাবি জানানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়- ‘সন্ত্রাসী’ হামলা ও লুটপাটের একটি মামলায় জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ ওয়ার্ডের মেম্বার আব্দুল মুকিত গত ২২ মে থেকে কারাগারে বন্দী রয়েছেন। কারাবন্দী থাকার পরও তার সদস্যপদ বহাল রয়েছে। অন্য কাউকে এ পদের দায়িত্ব না দেওয়ায় ওয়ার্ডবাসী সার্বিক সেবা, সুযোগ সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন।
বিভিন্ন ‘সন্ত্রাসী’ কর্মকান্ডের অভিযোগে জকিগঞ্জ সদর ইউপি সদস্য আব্দুল মুকিত ও তার ‘সন্ত্রাসী চক্রে’র বিরুদ্ধে একাধিক মামলা অভিযোগ রয়েছে। ফলে ইউপি সদস্য আব্দুল মুকিত দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এ অবস্থায় গত ২২ মে আদালতে আত্মসমর্পন করলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। ফলে জকিগঞ্জ সদর ইউনিয়নের ৪ ওয়ার্ডের সর্বস্তরের মানুষ সব ধরনের সুযোগ-সুবিধা, সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন।
অভিযোগ রয়েছে,ইউপি সদস্য আব্দুল মুকিত ও তার সন্ত্রাসী চক্রের নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ জকিগঞ্জ সদরের মানুষজন। একের পর এক ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়েও ধরাছোঁয়ার বাইরে ছিলেন আব্দুল মুকিত। আব্দুল মুকিত উপজেলার ছবড়িয়া গ্রামের মাসুক উদ্দিনের পুত্র ও জকিগঞ্জ সদর ইউপি’র ৪ নং ওয়ার্ড সদস্য।
আদালত ও থানা সূত্রে প্রকাশ, গত ৩১ মার্চ মুকিত ও তার সহযোগীরা উপজেলার ছবড়িয়া গামের গ্রামের গফুর ভেরাইটিজ স্টোরে হামলা ও লুটপাট চালায়। এসময় দোকানের দেড়লাখ টাকা লুটপাটের পাশাপাশি মহিলাসহ চারজনকে গুরুতর জখম করে। মুকিত ও তার বাহিনীর নির্মম হামলায় দোকান মালিক আব্দুল গফুর ও তার ছেলে দিদারুল ইসলাম দীঘদিন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় মেম্বার আব্দুল মুকিতসহ কয়েকজন আসামী করে জকিগঞ্জ থানায় একটি মামলা {নং-০১(৪)২২} করা হয়। ঘটনার জের ধরে গত ৪ এপ্রিল আব্দুল মুকিত ও তার সহযোগীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় আরেকটি সাধারণ ডায়েরীও (নং-১৩৪) করা হয়। এ মামলায় দীর্ঘদিন পলাতক থেকে মেম্বার আব্দুল মুকিত গত ২২ মে জেল হাজতে যান।
সিলেটের জেলা প্রশাসক ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা মেম্বার আব্দুল মুকিতের অপসারণ দাবি সম্বলিত আবেদন প্রাপ্তির সত্যতা নশ্চিত করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd