সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:37 PM, May 17, 2022
Sharing is caring!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদিই বাড়ছে বন্যার পানি। সুরমাসহ প্রধান নদী-নদীগুলোর পানি বেড়ে বন্যা পরিস্থিতির ক্রমাবনতির শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে সিলেটের বিভিন্ন উপজেলায় পানি ঢুকে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জার গাঁও, মাহতাবপুর, মাধবপুর, শাহপুর, সাহেবনগর, শাখারীকোনা, মাখর গাঁও, আকিলপুর, রসুলপুর, তিলকপুর, হাজারীগাঁও, খাজাঞ্চীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। অনেক এলাকার রাস্তায় হাঁটুর সমান পানি হয়ে গেছে। এতে বিড়ম্বনায় পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।
এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে বন্যা পরিস্থিতির ক্রমাবনতির শঙ্কার কথা জানিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাটে, কুশিয়ারার পানি অমলশীদ ও শেওলায় এবং সারি গোয়াইন নদীর পানি সারিঘাটে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রতিবেদনে সুরমা, কুশিয়ারাসহ প্রধান নদীগুলোর পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে দ্রুত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
………………………..
Design and developed by best-bd