সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও আরো বেশ কয়েক জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৫মে রোববার বিকাল ৫টায় সিলেট তামাবিল মহা-সড়কের পাখিটিকি নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জৈন্তাপুর থেকে সিলেটগামী ক্যারিকাব সিলেট ছ-১১-১১৭৯ সিলেট তামাবিল মহা-সড়কের পাখিটিকি নামক স্থানে যাওয়ার পরে বিপরীত দিক ধেকে আসা দ্রুতগামী একটি মটরসাইকেলে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাশেদ আহমদ খান নামের এক মটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে। মটরসাইকেলে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া ক্যারিকাবের বেশ কয়েক জন যাত্রীও আহত হয়েছে। হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং দূর্ঘটনাকবলিত গাড়ীগুলো উদ্ধার করি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd