জৈন্তাপুরে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত নৌকা ডুবিতে নিখোঁজ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত নৌকা ডুবিতে নিখোঁজ ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদ-নদীর পানি এখন আর আগের মত বৃদ্ধি পাচ্ছে না। নৌকা ডুবে নিখোঁজ পাথর শ্রমিমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বিস্তির্ণ ফসলি জমি। বিভিন্ন গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদী ভাঙনে হুমকীর মুখে বিভিন্ন এলাকার বসতবাড়ী।
গত কয়েক দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দি। বেশির ভাগ রাস্তা পানির নিচে থাকায় বিভিন্ন গ্রাম সহ উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বড়গাং এবং সারী নদীর পানি বিপদসীমা অতিত্রুম করেছিল। তবে শনিবার সকাল থেকে নদীর পানি কিছুটা কমতে দেখা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এখন নদ-নদীর পানি বিপদসীমার অনেকটা নিচে রয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে। শুত্রুবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামের পাথর শ্রমিক আলমগীর হোসেন’র মৃতদেহ দীর্ঘ ২০ঘন্টা পর শনিবার ভোর ৬টায় পানিতে বেসে উঠে। গ্রামের লোকজন আলমগীরের মরদেহ উদ্ধার করে এবং আসরের নামাজের পর স্থানীয় দর্জিহাটি ইদগাহ মাঠে জানাযা শেষে দাফন করা হয়। এদিকে নদ-নদীর পানি কিছুটা কমলেও নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের মানুষ এখনো পানিবন্দি। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়াতে শ্রমিক ও নি¤œআয়ের মানুষরা রয়েছেন বিপাকে। এছাড়া কৃষি প্রধান পরিবার ও খামারিরা গবাদি পশুর খাদ্য নিয়ে পড়েছেন চরম সংকটে। পানিবন্দি মানুষের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে ১৬ মেঃ টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে এবং সংকটপূর্ণ মুহুর্তের জন্য আরো ১২ মেঃ টন চাল ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। শনিবার সকাল থেকে বন্যা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। বন্যা পরিস্থিতি উপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেছেন আবহাওয়ার তথ্য মতে নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচে রয়েছে। তার পরও আমরা সার্বক্ষনিক পরিস্থিডু পর্যবেক্ষণ করে যাচ্ছি। পানিবন্দি অসহায় মানুষের জন্য যতেষ্ট ত্রাণ বরাদ্ধ রয়েছে, কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকার কারণে বিতরণ করা সম্ভব হচ্ছে না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

May 2022
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..