বিশ্বনাথে ৩৩টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছেন

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

বিশ্বনাথে ৩৩টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছেন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের পাকা ঘর পাচ্ছেন উপজেলার ৩৩টি ভ‚মি ও গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে আয়োজিত প্রেস বিফিংয়ের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের এতথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মিলন কান্তি রায়, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক নবীন সোহেল প্রমুখ।

প্রেস বিফিংয়ে ইউএনও জানান, মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভ‚মিহীন ও গৃহহীন ৩৩ পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে। এর মধ্যে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পৌষণী মৌজায় ১৮টি, দেওকলস ইউনিয়নের দেওকলস মৌজায় ৭টি ও অলংকারী ইউনিয়নে দক্ষিণ সিরাজপুর মৌজায় ৮টি ঘর। এর পূর্বে ১ম পর্যায়ে উপজেলায় ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২৬৫টি পরিবারকে ঘর দেয়া হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2022
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..